
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আরও এক ছাত্রের রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মহম্মদ আসিফ কামার নামে এক তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে হস্টেলের কক্ষ থেকে। বিহারের শিওহর জেলার বাসিন্দা আসিফ মদন মোহন মালব্য হলের এসডিএস ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন ।
শনিবার রাত থেকেই আসিফের কক্ষের দরজা বন্ধ ছিল। সহপাঠীরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হস্টেল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেয়। ভোর সাড়ে তিনটেয় পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আসিফের ঝুলন্ত দেহ দেখতে পায় । দেহটি খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।

এটি এই বছরে খড়গপুর আইআইটিতে তৃতীয় ছাত্রমৃত্যুর ঘটনা। গত মাসে অনিকেত ওয়ালকর এবং জানুয়ারিতে শাওন মালিক নামে আরও দুই ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছিল । এই ঘটনাগুলো ক্যাম্পাসে চাপানউতোরের সৃষ্টি করেছে এবং প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে।
পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সূত্র খুঁজছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। কলেজ প্রশাসনও বিষয়টি নিয়ে জোরালোভাবে অনুসন্ধান চালাচ্ছে ।
এই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আশা করা যায়, দ্রুততম সময়ে ঘটনার সত্যতা উদ্ঘাটিত হবে এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।