
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ উদারতাকে, রাজনীতির কূটনৈতিক চাল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন মধ্যস্থতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, কাশ্মীর সমস্যাকে নিয়ে ভারত, পাকিস্তানের সঙ্গে কাজ করবেন তিনি। বিরোধীদের বক্তব্য ভারতের স্বতন্ত্র স্বাধীনতা হস্তক্ষেপ করছে বিরোধী শক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদাসীনতা নিয়েও বিরোধীরা তুলছে প্রশ্ন। ভারতের বিরোধী দল গুলোর মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ আবারো সাংবাদিক সম্মেলনে শাসানির সুর শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। তিনি স্পষ্ট জানালেন, ভারত পাকিস্তানের এই সংঘর্ষ বন্ধ না হলে আমেরিকার তরফ থেকে দুই দেশের সঙ্গে কোনও বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।