পুরোনো সিনেমার ভিডিও শেয়ার করলেন কোয়েল মল্লিক

পুরোনো সিনেমার ভিডিও শেয়ার করলেন কোয়েল মল্লিক

ভাস্কর রায়: বাংলা সিনেমা জগতে দুষ্টু মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক বাংলা সিনেমা জগৎ কে এক নতুন জায়গায় এনে দিয়েছেন।

তার অন্যতম জুটি তৃণমূল সংসদ টলিউড সুপার স্টার দীপক অধিকারী যাকে আমরা দেব নামে চিনি। দেবের সঙ্গে কোয়েল মল্লিকের অনেকগুলি সিনেমা রয়েছে তার মধ্যে একটি সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। যে সিনেমার ডায়লগ ছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। বুঝে গেছেন কোন সিনেমার কথা বলছি, ঠিকই ধরেছেন পাগলু ২ সিনেমার কথাই বলছি। আজ তার ফেসবুক অ্যাকাউন্টে তার পুরনো এই সিনেমার একটি রোমাঞ্চকর তিন মিনিট 42 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন।

Latest articles

Related articles