জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর
এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এমপিও ভুক্ত ২২৫ জন শিক্ষক ও কর্মচারীদের সরকারী অনুদান প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলার ২৩টি প্রতিষ্ঠানে ৯ লক্ষ ৭২ হাজার ৫ শত টাকার সরকারী অনুদানের প্রণোদনা চেক স্ব-স্ব কলেজের অধ্যক্ষগণ ও স্কুল প্রধান শিক্ষকগণের নিকট হস্তান্তর করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।
বন্টন হিসাবে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এমপিও ভুক্ত ১৬৪ জন কলেজ ও স্কুল শিক্ষকগণ ৫ হাজার টাকা ও ৬১জন কর্মচারীগণ ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা হিসেবে সরকারী অনুদান পান।
এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।