লালপুরে মেডিকেল স্টার্ফসহ আক্রান্ত ৪জন, মোট আক্রান্ত -৩৩

নাটোরের লালপুরে নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহায়কসহ মোট ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় ৩জন মেডিকেল স্টাফ, একজন শিশু, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৩৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
শনিবার (০৪ জুলাই) দুপুর ২টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম অক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আজ দুপুরে ইমেল বার্তায় তাকে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহায়কসহ মোট-৪ জনের শরীরে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। গত ২৮ তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো আজ তার রিপোর্টে পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এবং আক্রান্ত ব্যাক্তির কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

Latest articles

Related articles