নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া: নদীয়া জেলার শান্তিপুর শহরের কবি করুণানিধান স্ট্রিটের বাসিন্দা পেশায় রেলকর্মী সুমন বিশ্বাস অসুস্থতার কারণ বশত হাসপাতালে যান। সেখানে গিয়ে লক্ষ্য করেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে যাচ্ছেন। তারপর সেখান থেকে বেরিয়ে ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা প্রেসক্রিপশন নিয়ে একটি ফার্মেসিতে যান। সেখানে লক্ষ্য করেন একটি স্যানিটাইজার স্ট্যান্ড বসিয়েছেন সুরক্ষার্থে । তারপর বাড়ি ফিরে চিন্তাভাবনা করে জলের কলের পাইপ অর্থাৎ পিভিসি পাইপ দিয়ে একটি স্যানিটাইজার স্ট্যান্ড বানিয়ে ফেলেন।
হাসপাতাল সুপারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্যানিটাইজার স্ট্যান্ডটিকে প্রেরণ করেন শান্তিপুর হাসপাতালে কর্মরত নার্স ডাক্তার সহ হাসপাতালে আগত রোগীর পরিবারের সুরক্ষায়। এ ধরনের স্ট্যান্ড খরচ হয়েছে প্রায় এক হাজার টাকা এবং এয়ার স্পে ৪০০ টাকার মতো।সাহায্য পেয়েছেন স্ত্রী মৌরি বিশ্বাস ও বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন বন্ধু অনুপম সরকার। আগামীতে পাম্প সানরাইজ হাউজ তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে তিনি।শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সুপারেন্ডেন্ট জয়ন্ত বিশ্বাস জানান আগামীতে সিওএমএইচ এবং স্বাস্থ্য বিভাগে কথা বলে পর্যাপ্ত পরিমাণে প্রতিস্থাপনের জন্য চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে এয়ার প্রেসার স্যানিটাইজার স্ট্যান্ডের চারটে অর্ডার দিয়েছেন ।