নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া : খারাপ স্পর্শ, ভালো স্পর্শ সম্পর্কে অনেক সচেতন হয়েছেন অভিভাবকেরা। কিন্তু সেটা অচেনা অজানা ট্রেনে বাসে মানুষদের জন্য। কিন্তু দীর্ঘদিন বাড়িতে পড়াতে আসা গৃহশিক্ষকের ক্ষেত্রেও এমন ভাবা কাম্য নয়। ২৩বছর বয়সি শিক্ষকের কাছে কন্যসম মাত্র সাত বছরের ছাত্রী পড়তে পড়তে কখনও গৃহশিক্ষক খেলার সঙ্গী হয়ে ওঠে ।খেলার ছলেই বলে ছোটো ছাত্রীর উপর যৌনলালসা। সাংসারিক কাজে ব্যস্ত মা সব সময় তো, বিশেষ করে পড়ানোর সময় বসে থাকতে পারেন না! ছোট্ট শিশুটি প্রায়ই কান্নাকাটি করে, গৃহশিক্ষকের সাথে পড়তে বসতে চায় না ,মা ভাবেন পড়াশোনার কারণে গৃহশিক্ষক হয়তো বকাবকি করছে। দু এক দিন আগে বিষয়টি সন্দেহ হলেও স্বচক্ষে প্রমানের অপেক্ষায় ছিলেন ওই শিশুর মা।
সকাল নটা নাগাদ পড়াতে আসা গৃহশিক্ষকের যৌন লালসার শিকার তার শিশু সন্তান। তাৎক্ষণিক ওই শিশুর মা ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষক সৌরভ ভক্তের বিরুদ্ধে। গৃহ শিক্ষক বর্তমানে পুলিশি হেফাজতে আইনি বিচারের অপেক্ষায়।