শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-
নাটোরের লালপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকুলে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কাওছার, নাটোর জেলা তাতীঁলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহম্মেদ সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ
আজ রোববার (১২জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২৪১জন শিক্ষকদের মধ্যে প্রতি শিক্ষককে ৫০০০/- টাকা ও ৭০জন কর্মচারীদের মধ্যে প্রতিজন কর্মচারীকে ২৫০০/- টাকা করে মোট ১৩,৮০,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।
করোনা সংকটে দীর্ঘদিন বেতন না পেয়ে নন-এমপিও শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন। আজকে অনুদানের চেক পেয়ে তারা ভিষণ আনন্দিত এবং প্রধানমন্ত্রীর এরকম কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন