জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মন্তেস্বর ব্লকে ভাগড়া মুলগ্রাম অঞ্চলের ঝিকরা থেকে উজনার বেহাল রাস্তা সারিয়ে কংক্রিটের ঢালাই রাস্তা তৈরির সূচনা করলেন মন্তেস্বরের বিধায়ক সৈকত পাঁজা। বিধায়ক এই রাস্তা সূচনা করে বললেন, তিনি তার বাবার প্রতিশ্রুতি পালন করলেন এবং সেইসঙ্গে এই এলাকা বাসীর দীর্ঘদিনের আশা পূরণ । এই রাস্তা নির্মান কাজের মোট অর্থ বরাদ্দ ৩১,২১,৫১৪।
রাস্তাটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে গিয়েছিল। এই রাস্তাটা পাঁচ, ছয় টা গ্রামের মানুষ জনের যাতায়াতের প্রধান রাস্তা ।রাস্তাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল বর্ষা কালে এই এলাকার মানুষজনের আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছিল।সেই রাস্তার কংক্রিট ঢালাই রাস্তায় হওয়ায় এলাকাবাসী দারুন খুশি হয়ে মিষ্টি বিতরন করলেন।