গোলাম হাবিব,এনবিটিভি,মালদা: ধান কেনার হাজার হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি মালদা জেলার যদুপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।দুর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী কৃষেন্দু চৌধুরী। এই বড় দুর্নীতিতে তৃণমূলের প্রধান, ব্যাঙ্ক, ধান কল মালিক, এবং সরকারি আধিকারিক যুক্ত বলে দাবি করেছেন কৃষেন্দু বাবু। তিনি বলেন, ধান ব্যবসার সাথে যুক্ত নয় এমন ব্যাক্তিদের নামে একাউন্ট খুলে টাকা আত্নসাৎ করা হয়েছে ।মালদা শহরের কালিতলা এলাকায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রধানের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কৃষ্ণেন্দু বাবু। তিনি ঘটনার তদন্তের দাবি তুলেছেন।
Popular Categories