চাকরি দেওয়ার নামে ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বিজেপির দুই নেতা, এফ.আই.আর খন্ডঘোষ থানায়

নিজস্ব সংবাদদাতা: শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে প্রতি মুহুর্তে বিরোধিতা করছেন রাজ্য বিজেপির নেতারা। এবার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। আর অভিযোগ তুললেন বিজেপিরই কর্মী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের দুই বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন দলেরই এক কর্মী।

চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হেমন্ত রুইদাস নামের এক বিজেপি কর্মীর কাছ থেকে ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খণ্ডঘোষের দুই বিজেপি নেতা মহাদেব তা ও পিন্টু সামের বিরুদ্ধে। টাকা ফেরত দেওয়া তো দূর, বিজেপি কর্মীকে নাকি খুনেরও হুমকি দিয়েছেন তাঁরা। তাই হেমন্ত ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে গত রবিবার খণ্ডঘোষ থানায় এফআইআর দায়ের করেছেন। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে ।

Latest articles

Related articles