জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান, এনবিটিভি: আজ 15ই জুলাই বুধবার সকাল 10 টায কুসুমগ্রাম একতা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা
ও 21শে জুলাই প্রস্তুতি সভা অঞ্চল সভাপতি, প্রত্যেক প্রধান, বুথ সভাপতি, গ্রাম সদস্য,জেলা পরিষদের সদস্য, সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করা হয় 21শে জুলাই এর সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সাংগঠনিক বিষয়।
সভা পরিচালনা করেন মন্তেস্বর তৃনমূল কংগ্রেসের সভাপতি আজিজুল শেখ,
সভায় উপস্থিত ছিলেন মন্তেস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি ও মন্তেস্বর পঞ্চায়েত সমিতিতে সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, ব্লক যুব সভাপতি দেবপ্রিয় যশ,, স্বপন ঘোষ, অজয় রায়, সুব্রত মুখার্জী, কনা রায়,বাপ্পাদিত্য, রায়, বাবুল শেখ, লালন শেখ সুজিত ভট্টাচার্য, রফিকুল ইসলাম, মোকদম শেখ, আরও অনেকে।