ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মাদ্রাসা বোর্ডে আলিমে প্রথম মুর্শিদাবাদের আসাদুল্লাহ আল গালিব

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, মুর্শিদাবাদ: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের রেজাল্ট।
এ বছর আলিম-এ প্রথমস্থান অধিকার করেছে মুর্শিদাবাদের আসাদুল্লাহ আল গালিব। তার প্রাপ্ত নম্বর ৮২৩। আসাদুল্লাহ সুলতানপুর খুনিয়াপুকুর সিনিয়র মাদ্রাসার ছাত্র। পিতা মোঃ মনির হোসেন পেশায় ক্ষুদ্র চাষি, মা মুর্শিদা বিবি গৃহবধূ।

অদম্য ইচ্ছা শক্তির জোরে প্রাপ্ত আসাদুল্লাহ এর এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান সহ গোটা মুর্শিদাবাদ জুড়ে খুশির জোয়ার।
আসাদুল্লাহ জানান, “আমি যখন ২০১৮ সালে খারেজি মাদ্রাসার অধ্যয়নরত ছিলাম তখন আমি বিজ্ঞান বিভাগের প্রতি আকৃষ্ট হ‌ই এবং আমার বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে সুলতানপুর খুনিয়াপুকুর সিনিয়র মাদ্রাসায় ভর্তি হ‌ই। আগামীতে আমি বিজ্ঞান বিভাগেই পড়তে ইচ্ছুক, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই।”

এই মর্মে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এর সভাপতি সাজিদুর রহমান জানান “উক্ত মাদ্রাসার প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত।
আসাদুল্লাহ ভাইয়ের এই সাফল্যে আমরা সকলেই খুব খুশি, ভাইয়ের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া রইলো। ইনশাআল্লাহ আগামীতে এভাবেই আমরা নতুনদের হাত ধরে সফলতার চূড়া স্পর্শ করবো।”

Latest articles

Related articles