ব্যাটারি চালিত ই-‌রিকশা চালকদের বিক্ষোভ মালদাতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200716-WA0038

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: ব্যাটারি চালিত ই-‌রিকশা আটক করা নিয়ে পুলিশের ওপর ক্ষোভ উগরে দিল চালকেরা। এদিন প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে ব্যাটারি চালিত ই-‌রিকশা ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়ন। জেলা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সদস্যরা। গত ৭ জুলাই থেকে মালদা শহরে লকডাউন শুরু হয়েছে। এত ই-‌রিকশা যেখানে, সেখানে ইংরেজবাজার পুরসভা মাত্র ৬০টি ই-‌রিকশা রাস্তায় চলাচলের অনুমোদন দিয়েছে। বাকিদের কোনও কারণে ঘরে বসার কথা জানানো হল তা নিয়ে প্রতিবাদ করা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার অন্যান্য গাড়িঘোড়া যেখানে চলাচল করছে, সেখানে বেছে বেছে ই-‌রিকশাগুলিকে আটক করছে পুলিশ। পুলিশের এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদে নামে ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক নিখিল দাস বলেন,‘‌আমরা পুরনো ই-‌রিকশা মালিক। আমরা ঋণ করে গাড়ি কিনেছি। এদিকে, অজানা কারণে আমাদের ই-‌রিকশা বসিয়ে রাখা হল। এভাবে তোষণ কেন, তার উত্তর দিতে হবে প্রশাসনকে।’‌

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর