10 ই আগস্ট থেকে কলেজগুলোতে ভর্তি, নির্দেশ শিক্ষা দপ্তরের

এনবিটিভি: ১০ অগস্ট থেকে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু করার কথা বলে বিভিন্ন কলেজে নির্দেশিকা পাঠাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভর্তির পুরো প্রক্রিয়াই হবে শুধুমাত্র অনলাইনে। ক্লাস শুরু হওয়ার আগে কোনও পড়ুয়াকে কলেজে আসতে হবে না।

শিক্ষা দপ্তরের নির্দেশিকা পত্র

নির্দেশিকায় ওই পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, অনলাইন আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলার পরে ব্যাঙ্কে টাকা জমা দেবেন ছাত্র-ছাত্রীরা। ক্লাস যখন শুরু হবে তখন রেজাল্টের আসল প্রমাণপত্র নিয়ে কলেজে আসতে হবে। সাম্প্রতিক কোভিড পরিস্থিতিতে এই পদ্ধতির কোনও অন্যথা করা হবে না বলে জানানো হয়েছে।

Latest articles

Related articles