ভোল বদল ট্রাম্পের, চীন-ভারতের সুসম্পর্ক গড়তে চাই মার্কিন প্রেসিডেন্ট

এনবিটিভি ডিজিটাল ডেক্স: আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং আমি চীনের মানুষকেও ভালোবাসি।তাই জনগণের মধ্যে দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই।”
কয়েকদিন আগে যে ট্রাম্প চীনের বিরুদ্ধে বুলি আওড়াচ্ছিলেন হঠাৎ আবার ঘুরে গেলেন। করোনা ভাইরাসকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে চীনকে দায়ী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনিই আছে চাইছেন ভারত এবং চীনের বন্ধুত্ব ফিরে আসুক।

এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য মার্কিন সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি।

এর আগে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে যতবারই আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বরাবরই ভারতের সমর্থনে কথা বলেছেন। সম্প্রতি হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতের সাথে মার্কিন মুলুকের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের দুর্দান্ত বন্ধু।”
চলতি সপ্তাহের বুধবার ওই একই সুরে ভারত ও আমেরিকার মৈত্রী সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন সচিব মাইক পম্পেও বলেন,” ভারত আমাদের একটি দুর্দান্ত অংশীদার হয়েছে।” “ওই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে প্রায়ই বিস্তারিত আলোচনা করি। এমনকি সীমান্তে চীনের সঙ্গে তাঁদের যে ঝামেলা ছিল সেই বিষয়েও আমরা কথা বলেছি। যেভাবে সীমান্তে চীনা টেলিযোগযোগ তৈরি হচ্ছে সে বিষয়ে যে আশঙ্কা তৈরি হতে পারে আমরা তা নিয়েও আলোচনা করেছি।”

Latest articles

Related articles