এনবিটিভি ডেস্ক: লোকসাভায় ১৮টি আসন পেলেও বঙ্গ রাজনীতিতে চালকের আসনে তৃণমূলই। একুশের ভারচুয়াল সভা থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-আমফান সামলে লড়াই করছে বাংলা। তাও বাম-কংগ্রেস-বিজেপি একযোগে রাজ্যকে অপমান করছে। রাজ্যকে ছোট করছে বলে সরব হলেন মমতা। তিনি এদিন ভারচুয়াল সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে। জেনে রাখো, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ। বহিরাগতরা করবে না।
এদিন নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে। উন্নয়নের কথা কখনও বলে না। সারাক্ষণ শুধু সর্বনাশের কথা বলে। রাজ্যে গুন্ডামি, দাঙ্গা, আগুন জ্বালানোর কথা বলে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না।’ তিনি এদিন এনআরসি-এনপিআর-সিএএ’র প্রসঙ্গ তুলে বলেন, ‘আমরা কোভিডের মধ্যে এসবের কথা ভুলিনি। দিল্লিতে দাঙ্গা করে নর্দমায় দেহ ফেলে দিয়েছে। সব জানি। কাউকে এরা প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করলেই মুখ বন্ধ করে দেয়।’ তারপর বর্তমান পরিস্থিতি নিয়েও বিজেপিকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সারাক্ষণ কমপ্লেন করছে। দিল্লি থেকে উসকানি দেওয়া হচ্ছে খালি। বলছে, রাজ্যে নাকি আইনশৃঙ্খলা নেই। সারাদিন ধরে দাঙ্গা, গুন্ডামি, আগুন লাগানোর কথা বলে। আর বলে কিনা রাজ্যে আইনশৃঙ্খলা নেই। উপাচার্যদের শান্তিতে থাকতে দিচ্ছে না। ১৮টা সিট জিতে মনে করছে গোটা বিশ্ব জয় করে ফেলেছে। মানুষের জন্য কী করেছে?’