এনবিটিভি নিউজ ডেস্ক, ২২ জুলাই: সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশানল ট্রাস্টের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের পঞ্চম স্থান অধিকারী সুপর্ণা খাতুন কে শংসাপত্র সহ ডায়েরী, বই, পেন, কিছু নগদ অর্থ, মেমেন্টো, স্যানিটাইজার, মাস্ক পুষ্পমালা, মিষ্টি ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়। আজ সকালে গাইঘাটার সুবিদপুরে সুপর্ণার বাড়িতে উপস্থিত হন সংগঠনের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, দায়িত্বশীল নেতৃত্ব সেখ আজহারউদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এহাসানুল হক, মুসকান খাতুন ম্যাডাম, বেডসের রাজ্য সম্পাদক শিক্ষক সাজাহান মণ্ডল, ইসমাইল মন্ডল প্রমুখ। সুপর্ণার ভর্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচিত হয়। আবু সিদ্দিক খান সার্বিকভাবে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে বলেন সুপর্না খাতুনের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ও আগামী সুদূর প্রসারী স্বপ্ন পূরনে কেবলমাত্র দারিদ্রতা অন্তরায় হয়ে দাঁড়াবে না। আমরা প্রয়োজনে সুপর্ণার জন্য রাজনৈতিক ও সমাজিক সহৃদয়,ব্যক্তিদের কাছে সুপারিশ করবো। তিনি আরো বলেন যদি উত্তর পত্রে নামের পরিবর্তে কেবলমাত্র রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লেখার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সুপর্ণা রাজ্যের মধ্যে প্রথম হতে পারতো। এতো ভালো রেজাল্ট করার পরও সুপর্না আমাদের মানবিক মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোন পায়নি, এটা অত্যান্ত দুর্ভাগ্য ও আফসোসের বিষয়। তবে সুপর্ণার পরিবার এখনো মূখ্যমন্ত্রীর ফোনের অপেক্ষায় আছে। তার পিতার আবেদন সমস্ত সংগঠনের কাছে, সুপর্না ভূগোল নিয়ে গবেষণার কাজে আপনারা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
Related articles