মুহাম্মদ রাশেদুল ইসলাম:-
হাটহাজারী(চট্টগ্রাম)সংবাদদাতা
হাটহাজারীতে এক গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,মামলার ১নং আসামী চিকনদন্ডী ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট এলাকার সত্য নারায়ণ ঠাকুরের বাড়ির খোকন চক্রর্তীর পুত্র শুভ চক্রবর্তী(২৪) ও ৩ নং আসামী একই এলাকার হাজী আব্দুল মান্নানের, বাড়ীর মোঃ জসিম উদ্দীনের পুত্র মোঃ জিয়া উদ্দীন(২৫)।
থানা সূত্রে জানা গেছে,গত ২০ জুলাই এক গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে গ্রেফতারকৃতরাসহ তাদের কয়েকজন সহযোগী। পরে ভিকটিমের পরিবার হাটহাজারী মডেল থানায় মামলা করে।বৃহস্পতিবার বিকালে ওসি মাসুদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে নন্দীরহাট পেপার মিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
সত্যতা নিশ্চিত করে ওসি মাসুদ আলম বলেন,বাকীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।গ্রেফতারকৃতদের আজ(শুক্রবার)আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।