ক্যানসার আক্রান্ত মুসলিম বৃদ্ধা, পাশে দাঁড়ালেন ৩ হিন্দু যুবক

এনবিটিভি ডেক্স: কাঁকসা থানার পানাগড় গ্রামের বাসিন্দা মালেকা বিবির গত মার্চের ২১ তারিখে ক্যান্সার ধরা পড়ে। তার পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে মালেকা বিবির পরিবারে। দরিদ্র এই পরিবারের কাছে এমন রোগের চিকিৎসা করানো তো দূর, হাসপাতালে যাতায়াতের মতো আর্থিক সামর্থ্যও নেই। এর পরই খবর পান স্থানীয় তিন যুবক দিলীপ বাউড়ি, বাদল মেটে ও নিতাইচন্দ্র দাস। তাঁরাই বাড়িয়ে দেন সাহায্যের হাত। ওই তিন যুবকের সহযোগিতায় সোমবার সকালে মালেকা বিবিকে চিকিৎসার জন্য বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Latest articles

Related articles