বসিরহাট ব্লকে ৬৩ টা গ্রামে ত্রাণ বিলি করলো আহলে সুন্নাত অল জামায়াত

নিজস্ব সংবাদদাতা: উত্তর 24 পরগনা জেলার বসিরহাট ব্লকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ৬৩ টা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

লকডাউন এর জেরে শ্রমিক-কৃষক রিক্সাওয়ালা অটোচালক দরিদ্র শ্রেণীর মানুষগুলো কাজে যেতে পারছেন না। তাই তাদের কথা মাথায় রেখে কি পীরজাদা আব্বাস সিদ্দিকীর নির্দেশে ও পীরজাদা বায়েজিদ আমিনের সহযোগিতায় বসিরহাট ব্লকের আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্যরা এই মহান কাজে সামিল হন। আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বপ্রাপ্ত মুসা কালিমুল্লাহ বলেন, বড় ভাইজান ও ছোট ভাইজান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো পীরজাদা বাইজিত আমিন ভাইজানের তাই আমরা ৬৩ টি গ্রামে এখনো পর্যন্ত দুস্থ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। আগামীতে আবারও আমাদের পক্ষ থেকে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেব ইনশাল্লাহ।

Latest articles

Related articles