এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: হাইলাকান্দিতে শুক্রবার নতুন করে আরো ৪৩ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২৫ জন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলার দুই করোনা যোদ্ধা চিকিৎসক ডঃ আবুল হুসেইন শিশু রোগ বিশেষজ্ঞ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ রনবিজয় মালাকার। তারা উভয়েই হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের চিকিৎসক। শুক্রবার উভয় চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। ডঃ আবুল হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি হোম আইসোলেশনে রয়েছেন।