এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। তিনি নিজেই সোমবার এই খবর জানিয়েছেন। টুইটে তিনি গত এক সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সবাইকে পরীক্ষা করাতে ও গৃহনিভৃতবাসে যেতে বলেছেন। এর আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন কর্নাটকের মখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
অন্যদিকে, করোনায় আক্রান্ত আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েকের শরীরে অক্সিজেনের মাত্রা কমায় উদ্বিগ্ন তাঁর ডাক্তাররা। তিনি মনিপাল হাসপাতালে গত ১০ দিন ভর্তি রয়েছেন। এইমসের ডাক্তাররা সেখানে গিয়ে তাঁকে পরীক্ষা করার পর মন্ত্রীকে দিল্লিতে আনা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন।
শুক্রবার গোয়ার সরকার শ্রীপদ নায়েকের শারীরিক অবস্থার সঙ্কট জানিয়ে বলেছে, তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।