এনবিটিভি ডেস্ক: জাতির মেরুদণ্ড যাদের কে বলা হয় সেই মহান পেশার এক
জনশিক্ষক কর্তৃক স্কুলের দামী জমি
জবরদখলের ঘটনাকে কেন্দ্র করে বিরূপ
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শনবিল
পশ্চিমাঞ্চলীয় ঘােলছড়ায়। বাজার
এলাকায় থাকা স্কুলের জমিতে রাতের
অন্ধকারে অবৈধ ভাবে দখলধারী করে
অস্থায়ী গৃহ নির্মান করার বিরুদ্ধে
প্রতিবাদী সভায় গর্জে উঠলেন ঘােলছড়া
এমই মাদ্রাসা কর্তৃপক্ষ পরিচালন সমিতি ও অবিভাবকরা। অভিযােগ উঠেছে এক নাগাড়ে দীর্ঘ সময় ঘােলছড়া এমই স্কুলে শিক্ষকতা করার পর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী মাদ্রাসায় অবৈধ পন্থায় মাদ্রাসার প্রায় সাড়ে তিনপােয়া জমি কুক্ষিগত করার বদ মতলবে রাতারাতি দখল করে গৃহ বানিয়েছেন৷ জেলাশাসককে স্মারকপত্র প্রদান করে প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। জবর দখলের বিরুদ্ধে করা হয়েছে মামলাও। সময় যত গড়াচ্ছে ততই
জনক্ষোভের পারদ চরমে উঠেছে, যে
কোন সময় স্থানীয় বিক্ষোভকারীরা গুড়িয়ে দিতে পারে অবৈধ জবরদখল, এহেনও কাণ্ডকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘােলছড়ায়
এলাকায়৷
সােমবার বিকালে রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অধিনস্থ ঘােলছড়া এমই মাদ্রাসার জমি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্তৃক জবর দখলের প্রতিবাদে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে কর্তৃপক্ষ ছাড়াও পরিচালন। সমিতি সহ অভিবাবকরা স্কুলের জমি জবরদখলকারি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলীকে শিক্ষক
সমাজের কলঙ্ক, লােভী ও ভূমি মাফিয়া
আখ্যায়িত করে তীব্র ভাষায় ভৎসনা
করেন ইতিমধ্যে তারা আইনি
সহায়তায় মামলা দায়ের করা ছাড়াও
জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিন প্রতিবাদী সভা শেষে মাদ্রাসায়
এক সাংবাদিক সম্মেলন করে বিতর্কিত
জমি স্ববিস্তারে তুলে ধরেন ঘােলছড়া
এমই মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক রিয়াজ উদ্দিন, পরিচালন
সমিতির সভাপতি আব্দুল খালিক,
কমিটির সক্রিয় সদস্য আব্দুল মতিন,
নুরুল হক ,ফজর উদ্দিন, আব্দুল
করিম, আব্দুল রহিম, শরিফ উদ্দিন
ছাড়াও স্থানীয় অভিবাবক ও সচেতন
নাগরিকদের মধ্যে সমির উদ্দিন,
পঞ্চায়েত সদস্য মস্তুফা আহমদ,
তৈয়বুর রহমান শাকির হােসেন
সামস্ উদ্দিন ও নিয়াজ উদ্দিন প্রমূখ।
তারা অভিযােগ করে বলেন, ঘােলছড়া এমই মাদ্রাসায় জমিদাতার উত্তরাধিকারী তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলীর নির্লজ্জ ভূমিকায় তারা বিস্মিত হয়েছে। দীর্ঘ সাঁইত্রিশ বছর শিক্ষকতা করে অবসর গ্রহণের পর ভূমাফিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে ইদানিং আচমকা ঘােলছড়া বাজারের মেন রােডে থাকা প্রায় কোটি টাকা বাজার মূল্যের মাদ্রাসার ভূমিতে অবৈধ জবরদখল করে গােটা শিক্ষক সমাজকে লজ্জায় ফেলেছেন বলে দাবী করেন তারা । বিতর্কিত জমি সহ মাদ্রাসার অতীত ও বর্তমান পেক্ষাপট তুলে ধরে বলেন পিছপড়া ঘােলছড়া এলাকায় শিক্ষার আলাে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৫৯ সালে স্থানীয় সমাজসেবী ও দানবীর প্রয়াত সমীর উদ্দিন এক কেদার ও আব্দুল বারী এক পােয়া জমি দান করেন। এতে এক কেদার জমির রেজিষ্টারীদলিল নং -২৮৬৮ ও এক পােয়া জমির ২৮৬৭। উভয় দানপত্র ১৯৬২ সালের ২ নভেম্বর করিমগঞ্জ রেজিষ্টার অফিসে সম্পাদিত ও রেজিষ্টারি সম্পন্ন হয় ।এমই মাদ্রাসা নির্মানের জন্য পাট পাঁচ পােয়া জমি হাতে থাকলেও সে সময়
প্রাথমিক পর্যায়ে এক পােয়া জমিতে গৃহ
নির্মান করা হয়। ১৯৭৭ সালে মাদ্রাসাটি
সরকারি ভাবে অনুমােদিত হয়। তখন
প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত হবিব আলী
। তখনকার সময় ঘােলছড়া বাজার বা
বিতর্কিত জমির উপর দিয়ে যাওয়া পূর্ত
সড়কও ছিল না। মাদ্রাসা নির্মানের
অনেক বছর পরে মাদ্রাসা লাগােয়া
এলাকায় গড়ে উঠে ঘােলছড়া বাজার
এবং স্কুলের জমির উপর দিয়েই নির্মান
হয় পূর্ত সড়ক এতে বাজার মেন পয়েন্টে থেকে যায় মাদ্রাসার এককেদার জমির সিংহ ভাগ। বর্তমানে অনুমানিক দেড় পােয়া জমিতে মাদ্রাসা বাকি প্রায় সাড়ে তিন পােয়া জমি বেদখল হয়েছে। রহস্যজনক ভাবে মাদ্রাসার জমি জবর দখলে সাধারণ মানুষ বা কোন নামী ভূ মাফিয়া নয় খোঁদ ওই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলীই ভু মাফিয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার বাড়তি রূপ পেয়েছে ৷
এদিকে, এদিন কর্তৃপক্ষ
ও কমিটির ভাষ্যমতে তারা নাকি
ইতিমধ্যে বিষয়টি বিভাগীয় উদ্ধর্তন
কর্তৃপক্ষের সহযােগে নিলামবাজার
পুলিশে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া জেলাশাসককে বিশেষ
স্মারকপত্রের মাধ্যমে নালিশ জানিয়ে
তদন্তের মাধ্যমে প্রশাসনিক কঠোর
হস্তক্ষেপ কামনা করেছেন। যদিও
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনিক কোন
প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে বিষয়টি
নিয়ে এলাকায় তীব্র জনক্ষোভের সৃষ্টি
হয়েছে। যে কোন সময় ক্ষুব্ধ জনতা
গুড়িয়ে দিতে পারে জবরদখল করে
শিক্ষকের অস্থায়ী নির্মীয় টিনের বেড়া ৷
মাদ্রাসার জমি কুক্ষিগত করার ঘটনা
ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে
বৃহত্তর ঘােলছড়ায়।