শিক্ষকদের কোভিড টেস্টের নামে চরম অব্যবস্থার প্রতিবাদ কমলাক্ষের, ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত কোভিড টেস্ট

এনবিটিভি ডেস্ক: বরাক উপত্যকায় শিক্ষকদের কোভিড পরীক্ষার নামে হয়রানি চলছে। বিভিন্ন কোভিড পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় না রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাঁদের। শিক্ষকদের কোভিড টেস্টের নামে চরম অব্যবস্থার প্রতিবাদ জানালেন বিধায়ক কমলাক্ষ। এছাড়াও এনিয়ে ক্ষুব্ধ সমাজের সচেতন মহল, তাঁদের মতে- এ ধরনের স্বাস্থ্য পরীক্ষার নামে করােনা সংক্রমণ তাে ঠেকানাে যাবে না বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কা প্রবল।

Latest articles

Related articles