এনবিটিভি,জ্যোতির্ময় মণ্ডল ,পূর্ব বর্ধমান:
আজ বিকাল পাঁচটায় 15 ই সেপ্টেম্বর কে সামনে রেখে কাজ ও শিক্ষার দাবিতে প্রতিবছরের মতন এই বছরও কাজ ও শিক্ষার দাবি দিবস হিসাবে পালন করেন মন্তেশ্বর ব্লক ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন। আজ তারা বেকারদের কাজের দাবিতে,বেসরকারি করণের বিরুদ্ধে,বেকার ভাতার দাবিতে কুসুম গ্রামের সিপিআইএম পার্টি অফিস থেকে একটা বিরাট মিছিল বের করে গোটা কুসুম গ্রাম, বাজার ঘুরে মিছিলটি কুসুম গ্রাম বাস স্ট্যান্ড এসে শেষ করে,বাস স্ট্যান্ডে একটা বিক্ষোভ সমাবেশ করে। এই বিক্ষোভ সমাবেশ বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।এই সমাবেশে উপস্থিতি ছিলেন মন্তেস্বর গণতান্ত্রিক যুব ফেডারেশনের মন্তেস্বর এরিয়া কমিটির সম্পাদক স্বরূপ ঘোষ , সভাপতি শান্তি মণ্ডল, কৃষক সভার সভাপতি হামিদ শেখ প্রমুখ ।