এনবিটিভি ডেস্ক: গতকাল রাত্রি অনুমানিক ২ ঘটিকার সময় কাটিগড়া চেরাগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হবিবুর রহমান ও উনার ভ্রাতা কাটিগড়া সিনিয়র মাদ্রাসার লাইব্রেরীয়ান মৌলানা সফিকুর রহমানের বাড়িতে প্রায় পনেরো বিশ জনের এক দল ডাকাত নৌকা যোগে বরাক নদী পার হয়ে বাড়িতে এসে আক্রমণ চালায়। পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার সোনা গয়না সহ নগদ অর্থ আত্মসাৎ করে নিয়ে গেছে। পরিবারের সদস্যদের উপরও প্রানঘাতী হামলা চালায় এমনকি বাড়িতে কয়েক রাউন্ড গুলিবর্ষন করে। ডাকাতদের তাণ্ডব শুনে আশপাশ এলাকার মানুষ আতংকিত; এলাকার পক্ষে জনতা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল বাছিত প্রশাসনের কাছে দাবি রাখেন যে অতিসত্বর ডাকাতদেরকে গ্রেপ্তার করা হোক নতুবা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার মানুষকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
Popular Categories