সিএএ বিরোধীতার জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের মতুয়াগড়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশে সিএএ লাগু করা হলো লোকসভা নির্বাচনের পূবের। এ আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ করছেন বিরোধীরা।

এর মধ্যেই আইনের বিরোধীতা করে বক্তব্য দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিভেদ ছড়াবে অভিযোগ তুলে বাগদা থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গোপাল গোয়ালি নামে এক ব্যক্তি।

তার দাবি, মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে উস্কানিমূলখ বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে বিভেদ আরো বাড়বে।

একইদিন সিএএ আইনের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিএএ’র কোনও স্বচ্ছতা নেই৷ এটা টোটাল ভাঁওতা৷ নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধ যুদ্ধ খেলা, জুমলাবাজি৷ আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনও ব্যক্তি আলাদ করে নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন? যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তারা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব হারাবেন, অনুপ্রবেশকারী হয়ে যাবেন৷ এটা অধিকার কাড়ার খেলা৷ আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কি না কোনও গ্যারান্টি নেই৷ সম্পত্তি হারাবেন। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন৷’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর