মালদা, গোলাম হাবিব, এনবিটিভিঃ বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় প্রাণ হারালো এক কৃষক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে। ঘটনার পর পলাতক মোটরবাইক সহ চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ভক্ত বয়স ৪৮ বছর। তার বাড়ি কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ননসা গ্রামে। এইদিন সন্ধ্যাবেলায় কানতুরকা এলাকার একটি হাটে গিয়েছিলেন ওই ব্যক্তি বাজার করতে। এরপর রাতের অন্ধকারে সাইকেল চেপে ঘরে ফেরার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হয় ওই ব্যক্তি।
এরপর স্থানীয় লোকেরা তাকে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।