৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মাহত্যা সল্টলেকে এক ছাত্রের

এনবিটিভি ডেস্কঃ  বুধবার সকালে ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মাহত্যার চেষ্টা করে এক যুবক। পরে ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটে সল্টলেক পুলিশ ক্যাম্পের সেক্টর ১-এর সন্নিকটে।

 এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে জানা গিয়েছে যে, ছেলেটির নাম পার্থসরতি পাল (২২)। একজন প্রেসিডেন্সী কলেজের ছাত্র। পুলিশ ক্যাম্পের সেক্টর ১-এর বাসিন্দা না হলেও তবে এই এলাকায় বেশ আনাগোনা ছিল তার। জানা গিয়েছে ছেলেটির বাড়ি এ,এই, ১৮৩ ব্লকে। সকাল সাড়ে নটায় ছেলেটি মাস্ক ও জুতা নিচেতে রেখে দিয়ে ৯ তলা ওঠে। পরে সেখান থেকে ঝাঁপ দেয়। তার চিৎকার শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে অনেক মানুষ জন একত্রিত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।

এদিকে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেই কেনো এমনি আত্মাহত্যার সিদ্ধান্ত তা ক্ষতিয়ে দেখার কথা বলেন।  

Latest articles

Related articles