বিশ্বজিৎ কর্মকার, রাণীনগর: শখের বশে অনেক দিন থেকেই পায়রা পুষতেন তিনি। তবে হঠাৎ এদিন সকালে ঘুম থেকে উঠেই দেখেন গায়েব হয়ে গেছে সবকটি পায়রা। আর তা নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়া এলাকায়। পায়রার পোষক গোলাম মিদ্দা জানান, স্থানীয় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেছেন তিনি।
পরিবার সূত্রে খবর, গতকাল রাতে ছাদ বয়ে এসে কে বা কারা চুরি করেছে এত গুলো পায়রা। যদিও পায়রা পোষক গোলাম মিদ্দা জানান, পাখি গুলি তিনি শখের জন্যই পুষতেন। তবে প্রায় ৭০ টি পায়রার বাজার মূল্য কমবেশি লাখ টাকার কাছাকাছি। এদিন সকালে সেখপাড়ায় ওই বাড়িতে আসে রাণীনগর থানার পুলিশ। কে বা কারা এই কাজের সাথে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে।