মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে বিক্রি নিয়ে সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot 2021-11-10 115737

জৈদুল সেখ, বহরমপুর: মেট্রো ডেয়ারি মামলার ফল ঘোষণার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান এই সংস্থার  ৪৭ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে ৮৫ কোটি টাকায় একটি বেসরকারি সংস্থাকে। তার প্রশ্ন কেন এই লাভজনক সংস্থাকে বিক্রি করা হলো এবং সেটি আবার সিঙ্গাপুরের একটি সংস্থাকে। যেখানে গ্রামগঞ্জে দুগ্ধ চাষীদের অবস্থা খুবই খারাপ, সেখানে এইভাবে রাজ্য সরকার বেসরকারি হাতে একটি লাভজনক সংস্থাকে বিক্রি করে দেওয়ার ম্পত সিদ্ধান্ত কি ভাবে নেয়, এই নিয়েই তিনি তুলেছেন প্রশ্ন। তিনি কোনো ব্যক্তিগত আক্রমণ না করে বলেন, যেখানে দুগ্ধ চাষিরা সামান্য টাকার বিনিময়ে দুধ বিক্রি করেন এবং বড় বড় শহরগুলোতে ৪৫ থেকে ৫০ টাকা লিটার দরে দুধ বিক্রি হয়, সেখানে কার মতে রাজ্য সরকার এই কাজ করল, সেটা রাজ্য সরকারকে জবাব দিতে হবে, সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন অধীর রঞ্জন চৌধুরী।

ইতি মধ্যেই দেউচা পাচামি নিয়ে সোনালী স্বপ্ন দেখানো হচ্ছে বেকার যুবক-যুবতীদের। মমতা ব্যানার্জির সরকার লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে চাকরির কথা বললেও কিভাবে চাকরি হবে সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর