দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের রাস্তার বেহাল দশা, পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211004_191751

জৈদুল সেখ, কান্দি: দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের দশ কিমি রাস্তার অবস্থা এতোটাই বেহাল অবস্থ যে সাধারণ মানুষের শুরু করে বাইক থেকে টোটো, তাছাড়াও যাত্রীবাহী বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছে। এমনকী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টার বেশি সময় লেগে যায়।

বর্তমানে বৃষ্টির জলে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রায় বন্ধ হয়ে যাচ্ছে চলাচল। বিপাকে সাধারন মানুষ। দীর্ঘদিনের বেহাল রাস্তা পরিদর্শনে এলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান ” একদিকে কান্দির রনগ্রাম ব্রিজ বন্ধ, অন্যদিকে জীবন্তি -শেরপুর রাস্তা অবস্থা এতটাই বেহাল যে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, রাজ্য সরকার নিয়মিত ট্যাক্স নেওয়া সত্ত্বেও কেন দীর্ঘদিন ধরে রাস্তা সংস্করণ হচ্ছে না? বলে প্রশ্ন তুলেছেন।

সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও উত্তর প্রদেশের কৃষক হত্যা নিয়ে ধিক্ষার মিছিল করেন, সাধারণ মানুষকে কাছে পেতে রাস্তায় দাড়িয়ে বাচ্চাদের হাতে তুলেদেন চকলেটে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর