ফিলিস্তিনিদের নিয়ে বিরূপ মন্তব্য, ইসরায়েলকে সরিয়ে ফেলতে বাধ্য করল সিঙ্গাপুর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে ইসরায়েল দূতাবাসের ফিলিস্তিন সম্পর্কিত একটি পোস্ট সরিয়ে নিতে বাধ্য করেছে সিঙ্গাপুর সরকার।

পোস্টটিতে বলা হয়, পবিত্র কোরআনে ইসরায়েলকে ৪৩ বার উল্লেখ করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা যেটিকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাওয়ার আশা করেন, সেই ফিলিস্তিন নিয়ে পবিত্র কোরআনে উল্লেখ নেই।

এই পোস্টের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় তৎপর হন সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী। পোস্টটি ইসরায়েল দূতাবাসকে সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়। এরপরই পোস্টটি সরিয়ে নেওয়অ হয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শানমুগাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েল দূতাবাসের করা ওই পোস্ট পুরোপুরি অগ্রহণযোগ্য। বিষয়টি আমাকে জানানো হলে আমি মর্মাহত হয়েছিলাম। ওই মন্তব্য অসংবেদনশীল (ফিলিস্তিনিদের বিষয়ে অনুভূতিহীন) ও যথাযথ নয়। এটি আমাদের নিরাপত্তা ও সিঙ্গাপুরে সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।’

৭ অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে এ উপত্যকায় রোববার পর্যন্ত ৩২ হাজার ২২৬ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর