3 বছর পরে ফের প্রকাশ্যে বিমল গুরুং। গেলেন সল্টলেকে গোর্খাভবনে। প্রকাশ্যে এলেও গ্রেফতার নয় কেন, উঠছে প্রশ্ন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201021-WA0026

এতদিন তাঁর হদিশ পায়নি রাজ্য পুলিশ। বুধবার তাঁকে দেখা গেল সল্টলেকে গোর্খাভবনের সামনে। নিরাপত্তা রক্ষীদের বাধায় অবশ্য ফিরতে হল তাঁকে।

পাহাড়ে অশান্তি ছড়ানো ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইউএপিএ ধারায় মামলা হয় বিমলের বিরুদ্ধে। তারপর থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান। শোনা যায়, নেপালে পালিয়ে গিয়েছিলেন তিনি। প্রকাশ্যে এলে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কা ছিলই। তারপরেও অবশ্য গ্রেফতার হননি। এদিন একটি গাড়িতে করে বিমল এসে পৌছন সল্টলেকে গোর্খাভবনের সামনে। ভবনটি জি টিয়ের অধীন হওয়ায় সেখানে ঢুকতে পারেননি গোর্খা জনমুক্তি বহিষ্কৃত এই নেতা। তবে কিভাবে তিনি প্রকাশ্যে এলেন, ছিলেনই বা কোথায় সে প্রশ্নও উঠছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর