শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:– দীর্ঘ প্রতীক্ষার পর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হল কোভিড ভ্যাকশিনেশন দেওয়ার কাজ।
বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকশিনেশনের সূচনা হয়। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন মেনে প্রথম করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়।
এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ অপূর্ব বাগ প্রথম ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেন।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিখ্যা কর্মাদখ্যা মামনী মান্ডী ফিতে কেটে এদিন ভ্যাকশিনেশনের ক্যাম্পের সূচনা করেন। প্রথম সারির যোদ্ধা তথা স্বাস্থ্য কর্মী, আই সি ডি এস কর্মীদের এদিন ভ্যাকশিন দেওয়া হয় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
পোর্টালের তালিকা অনুযায়ী এদিন প্রায় দুশো জন করোনা যোদ্ধাদের ভ্যাকশিন দেওয়া হবে বলে জানান কেশিয়াড়ী ব্লক স্বাস্থ্য আধিকারিক তরনী কুমার শীঠ। তবে এদিন বিকেল পর্যন্ত প্রায় ১০০ জন কোভিড যোদ্ধার শরীরে কোভিড ভ্যাকসিন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানান কেশিয়াড়ী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাঃ তরনীকুমার শীট।