শোভন বৈশাখীর পর এবার তৃণমূলে ফিরতে চান প্রবীর ঘোষাল

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই বৈশাখী শোভন তৃণমূলে ফিরতে পারেন এমন একটা অস্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবার এমন আভাস পাওয়া গেল আর এক তৃণমূল ত্যাগী বিজেপি নেতা প্রবির ঘোষালের কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন উত্তরপাড়া বিধানসভায় পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। মঙ্গলবার তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে এই কাজটি নিজের হাতে নিয়ে পালন করেছেন, বিধানসভা ভোটে তার ফল তৃণমূল পেয়েছে।’’

উত্তরপাড়ার বিদায়ী তৃণমূল বিধায়কের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। কারণ, সোমবার সকালে কালীঘাটে ‘দলবদলু’দের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘‘আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত।’’ এই পরিস্থিতিতে প্রবীরের মন্তব্যেকে তৃণমূলে ফেরার ‘বার্তা’ বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বিজেপি-তে যোগ দিয়েছিলেন প্রবীর।

 

প্রবীর মঙ্গলবার তাঁর দল বিজেপি-র সাংগঠনিক দুর্বলতা সম্পর্কে বলেন, ‘‘একটা দুর্বলতা তো ছিলই। এমনকি, বুথের ভোটার স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছোনো যায়নি। সেটা করতে পারেনি বিজেপি-র কর্মীরা। প্রচারে মুখ্যমন্ত্রী মমতার আবেদনকে বাংলার মানুষ অনেক বেশি গ্রহণ করেছিল বলেই আজ এই ফল।’’

বিধানসভা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের জয় সম্পর্কে প্রবীর মঙ্গলবার বলেন, ‘‘অস্বীকার করে কোন লাভ নেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ গ্রহণ করেছে। সে কারণেই ভোটের এই ফল।’’

Latest articles

Related articles