নিউজ ডেস্ক : বহুদিন থেকে রাজ্য বিজেপির হয়ে কাজ করছেন জয় বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তখন থেকে যখন এরাজ্যে তেমন একটা উপস্থিতি ছিল না গেরুয়া শিবিরের। তবে এখন যখন দুঃখের দিন পার হয়ে রাজ্য বিজেপির কিছুটা হলেও সুখের দিন এসেছে ঠিক তখনই জয় বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেলল বিজেপি। তাই টিকিট না পেয়ে ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানালেন, আমাকে যে কাজের লোক মনে করা হচ্ছে না আমি তাদের এই ধারণা ভুল প্রমাণ করে তাদেরকে দেখিয়ে দেব আমি কতটা কাজের লোক।
জয় বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, বহুদিন ধরে আমি শারীরিক অসুস্থতার শিকার। কিন্তু এতদিন ধরে যে দলের সঙ্গে যুক্ত রয়েছি সেই দলের কোনো নেতাকর্মী আমাকে ফোন করে জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি। তার সত্বেও আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম দলের হয়ে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করার। আমার অসুস্থতার মাঝেও আমি দিন চারেক আগে আমাদের দলীয় কার্যালয়ে গেলাম। সেখানে আমার শ্রদ্ধেয় বিজেপি নেতা শিবপ্রকাশ মহাশয় ছিলেন। তিনি আমাকে বললেন, আভি তুম শো যাও। আমি বললাম, আমি তো এতটা অসুস্থ নই যে আমি ঘুমিয়ে পড়বো আমি কাজ করতে পারব। কিন্তু তিনি আবার বলেন ,নেহি আভি তুম শো যাও। আমি তার কথায় খুব দুঃখ পেয়েছি। বিজেপি তাকে এখন কাজের লোক মনে করে না। কিন্তু তিনি যে কাজের লোক সেটা প্রমাণ করে দেবেন একথা তিনি জানিয়ে দেন সাক্ষাৎকারে।