এনবিটিভি নিউজ ডেস্ক, জামিল হোসেন, ২২ জুলাই,আসাম: আবারো আটক হল আসামে দুই গাঁজা পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস ও গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক দুই পাচারকারী যুবক। আসামের কাঠালতলী থেকে একটি ব্যাগে করে গাঁজা নিয়ে রেল পথ ধরে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে ওই দুই পাচারকারী যুবক। ধৃত যুবক দ্বয়ের নাম দেবজিৎ সিনহা(২০) ও জুয়েল নাথ(২২)। জানা গেছে দুজনের বাড়ি আসামের কাঠালতলীর বাসিন্দা।
Popular Categories