এবার করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মা, দুজনেই বর্তমান চিকিৎসাধীন রয়েছেন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200925-WA0034

এনবিটিভি ডেস্ক: করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর সুস্থতা কামনায় বহু গুনমুগ্ধরা সহ তাঁর অনুগামীরা। এমনকি শুভেন্দুবাবুর সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়াতেও কম নয়, বরিষ্ঠ মন্ত্রীর করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই তাঁর আরোগ্য কামনায় রাজ্যের বহু মানুষজন, এমনকি কাঁথি শহরও ।

রাজ্যের মন্ত্রী করোনা আক্রান্ত তবে তাঁর শরীরে মৃদু ভাইরাস পাওয়া গিয়েছে বলে খবর। প্রসঙ্গত বাংলায় করোনা ভাইরাস সংক্রমনের পর তেমন কোনো মন্ত্রী বা রাজনৈতিক মানুষকে ময়দানে নেমে মানুষের পাশে থাকতে তেমন দেখা না গেলেও, কাঁথির অধিকারী পরিবারের শুভেন্দুবাবু প্রতিটা সময় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তাই সোয়াব টেস্ট করা হলে সেখানেও পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। চিকিৎসকদের পরামর্শে ফের একবার চেক-আপ করা হবে শুভেন্দুবাবুর। জানা যায় শুভেন্দুবাবুর ভাইপো করোনা আক্রান্ত হয়েছিলেন ,তাঁরপর আক্রান্ত হয়েছিলেন শুভেন্দুবাবুর বড় ভাই, তবে তাঁরা বর্তমানে সুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন। কিন্তু অধিকারী পরিবারে ফের করোনা সংক্রমণ হওয়ায় উদ্বিগ্নে রয়েছে অধিকারী পরিবার। তবে পরিবহন মন্ত্রী বর্তমান কোলাঘাটের একটি সরকারী গেষ্ট হাউসে আইসোলেশনে রয়েছেন, আগামীকাল তাঁকে অ্যাপোলোতে ভর্তি করা হবে বলে জানা গিয়েছে, ওনার মা গায়েত্রী অধিকারীকে বর্তমান আই কি ইউ তে রাত ১১:৪০ নাগাদ ভর্তি করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর