এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: ঘটনার বিবরণে জানা গেছে বুধবার বিকাল 4 টা নাগাদ স্বামী কার্তিক তেলেঙ্গার সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন শুক্লা তেলেঙ্গা, কার্তিক তেলেঙ্গা জানান সামান্য একটি বিষয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় তারপর সে বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়৷ কিছুক্ষণের মধ্যে খবর আসে তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয়৷ স্বামী কার্তিক জানান আমাদের এই ঝগড়ার পিছনে শুক্লার আত্মহত্যা করার কোন কারণ নেই, তার বাড়ী রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বড়লেন এক নং ওয়ার্ডে, এদিকে আত্মহত্যার বিষয়টি মৃতার শ্বশুরবাড়ির লোকজনেরা জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য কে খবর দেন৷ তারপর ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ, ময়না তদন্তের জন্য মৃতদেহ টি কদমতলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে কদমতলা থানার পুলিশ ।
Related articles