নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ভুয়ো ছবি দিয়ে রামের প্রচার, প্রকাশ্যে এল সত্য

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200805-WA0015

এনবিটিভি ডেস্ক:  রাম মন্দিরের ভূমি পুজোর দিন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বড় বড় স্ক্রিন জুড়ে রাম! এমনই ছবি হু হু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে এই ছবিগুলি সম্পূর্ণ মিথ্যে। এডিট করে বিলবোর্ডসগুলিতে ছবিগুলি বসানো হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন।

কয়েকদিন আগেই আমেরিকা-ভারত জনবিষয়ক কমিটির সভাপতি জগদীশ সেওহানি জানিয়েছিলেন ভূমি পুজোর দিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত “জয় শ্রী রাম” লেখা ও রামের ত্রিমাত্রিক ছবি প্রদর্শিত হবে টাইমস স্কোয়ার জুড়ে। কিন্তু আসলে তা না হয়ে নেট জগতে ঘুরে বেড়াল টাইমস স্কোয়ারের রামের ভুয়ো ছবি।

আসল টাইমস স্কোয়ারের ছবি সবটাই একই রেখে শুধুমাত্র অন্য বিজ্ঞাপনের জায়গায় জোর করে বসিয়ে দেওয়া হয়েছে রামকে। বাকি অংশ রয়েছে অপরিবর্তিত। যেখান থেকে অনেকে এই সিদ্ধান্তে আসছেন যে টাইমস স্কোয়ারে রামের যে ছবি ইতিমধ্যে ভাইরাল। তা আসলে সত্যিই নয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর