আবারো করিমগঞ্জের ১৬ বছরের যুবতী ইমরানা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: উত্তর করিমগঞ্জের বিধানসভা সমষ্টির অন্তর্গত জাতুয়া গ্রামে ১৬ বছরের ইমরানা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ! উল্লেখ্য ইমরানা বেগমের মা বলেন গত শুক্রবার বিকাল থেকে খুঁজে পাচ্ছেন না ইমরানা কে পরে রাত্রির দিকে নাক্কাফন গ্রামের রজব আলীর ছেলে রাহেল নামে পরিচিত ফোন করে বলে যে ইমরানার আমার সাথে প্রেমের সম্পর্ক ছিলো৷ কিন্তু গত দুদিন পর অর্থাৎ আজ রবিবার সকালবেলা ইমরানা বেগমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা৷ খবর দেন স্থানীয় জনতা করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে ৷ সঙ্গে সঙ্গে করিমগঞ্জ থানার ওসি এবং বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আত্মহত্যা কিনা খুন এখন পর্যন্ত জানা যায়নি পুলিশ তদন্তে নেমেছে খুব শীঘ্রই জানা যাবে পরে মৃতদেহ কে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।

Latest articles

Related articles