এনবিটিভি,ডিজিটাল ডেস্ক:তিনশোর বেশি দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ‘আইমা অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন’ এর সদস্যরা।
আইমা সুপ্রিমো পীরজাদা সৈয়দ রাহুল আমিন এর নির্দেশে হাওড়া জেলার সাঁকরাইল ব্লক নলপুর অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তারা।
কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন কে মান্যতা দিয়ে, জমায়েত না করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি ঘুরলেন তারা। ওই অঞ্চলের দরিদ্র, ভ্যান চালক, দিনমজুর, শ্রমিক, শ্রেণীর মানুষের হাতে সামর্থ মত খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন আইমা সদস্যরা।
এই প্রথমবার নয়,অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েশন এর আগেও যেকোন বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দয়াশীল ভাবমূর্তির কারণে জনমানসে আদরণীয় হয়েছে আইমা।
আইমার সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল হিন্দু-মুসলিম ভেদাভেদ বোঝেননা। তার কাছে ধর্ম মানে শুধুই মানব ধর্ম। যেকোন বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তার কাজ।
এই মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আইমা কর্মীরা হিন্দু, মুসলিম, শিখ, ইয়াসি সব ধর্মের মানুষের বিপদে সব সময় ছুটে যায়।