আমেরিকার দেওয়া ড্রোন সহ সব যুদ্ধাস্ত্র এখন তালিবানের দখলে, উদ্বেগে পশ্চিমা বিশ্ব

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

drone-jpg

 

আফগান সেনার বিপুল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম চলে এসেছে তালিবান যোদ্ধাদের হাতে। এসেছে আমেরিকা-সহ ন্যাটো ফৌজের ব্যবহৃত নানা সমর উপকরণও। ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভারি মেশিনগানের পাশাপাশি সেই তালিকায় রয়েছে হেলিকপ্টার এমনকি, অত্যাধুনিক পাঁচটি ‘স্ক্যান ঈগল ড্রোন’। কুন্দুজ বিমানঘাঁটি থেকে দখল করা ওই ড্রোনগুলি বহুদূর জুড়ে নজরদারি চালাতে সক্ষম।মাস তিনেক আগে আমেরিকার সেনা প্রত্যাহার শুরুর পর আফগানিস্তানের নানা প্রান্তে সক্রিয়তা বেড়েছিল তালিবানের। সেই অভিযানের গোড়ার দিকে তাদের অস্ত্রসম্ভারে স্বয়ংক্রিয় রাইফেল আর গ্রেনেড লঞ্চারের পাশাপাশি সোভিয়েত জমানার হাল্কা ও মাঝারি মেশিনগানের উপস্থিতির কথা জানা গিয়েছিল।

 

 

আফগান সেনাকে দেওয়া এম–২ ব্রাউনিং ভারি মেশিনগান, অত্যাধুনিক ছ’নলা এম–১৩৪ মিনিগানও পেয়ে গিয়েছে তালিবান। এই সব হাল্কা এবং মাঝারি অস্ত্রের অনেকগুলো আবার পাক সেনাও ব্যবহার করে। গৃহযুদ্ধে আফগান সেনার ব্যবহৃত আমেরিকান এম–১১৩ ‘আর্মাড পার্সোনেল ক্যারিয়ার’ বা এম–১১১৭ ‘ইন্টারন্যাল সিকিউরিটি ভেহিকল’–এর বড় অংশও এখন তালিবানরা কুক্ষিগত করেছে। পাশাপাশি, ন্যাটো বাহিনীর ন্যাভিস্টার মিলিটারি ট্রাক এবং ফোর্ড রেঞ্জার গাড়িতে চাপার ছবি তাদের প্রকাশ্যে। মার্কিন সেনার এম–১১৪ কামানের অনেকগুলোই দখল করেছে হিবাতুল্লা আখুন্দজাদা। তবে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনির অনুগত বায়ুসেনা বেশ কয়েকটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উজবেকিস্তানে সরিয়ে নিয়ে গিয়েছে বলে খবর। তবে ভারতীয় বায়ুসেনার দেওয়া একটি এম–২৪ যুদ্ধ হেলিকপ্টার দখল করেছে তালিবান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর