ঘরের খসরা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ

আব্দুস সামাদ জঙ্গিপুর:- আবারো AWASS+ ঘরের খসরা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো কাসিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। রঘুনাথগঞ্জ ২নম্বর ব্লকের কাশিয়া ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত  ও উপপ্রধান অভিযোগ করেন অসহায়,দরিদ্র,মানুষের ঘর,বাড়ি যাদের নেই, যাঁরা পাওয়ার উপযোগী ব্যক্তি  তাঁরাই বঞ্চিত। এবং যাঁরা অর্থশালী,পাকাবাড়ি রয়েছে তাঁদের এই তালিকায় নাম এসেছে। এ ছাড়াও তিনি বলেন পুনরায় আবারও সার্ভে করে সঠিক ব্যাক্তিদের লিস্ট তৈরি করা হোক। এছাড়াও তিনি কটাক্ষ করে ক্ষোভ উগ্রে দেন পঞ্চায়েত সেক্রেটারি ও BDO এর ও শাসক দলের প্রধানের উপরে। এবং তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেন এই বিষয় টি জেলা শাসক, ব্লক ডেভলপমেন্ট অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বিষয়ে প্রধানের সাক্ষাৎ নিতে চাইলে তাঁর স্বামী ফোনের মাধ্যমে জানান প্রধান ফতেমা বিবি শারীরিক ভাবে অসুস্থ রয়েছেন। এই বিষয়ের উপরে প্রতিক্রিয়া জানান পঞ্চায়েতের সেক্রেটারি আসরাফুর রহমান তিনি বলেন এটি একটি খসড়া তালিকা এই তালিকা থেকে যারা বিগত দিনে এই ধরনের সুবিধা পেয়েছেন এবং যারা অনুপযুক্ত ব্যাক্তি তাদের নাম বাদ যাবে। সম্পূর্ণ ভাবে আবারও সার্ভে করে ব্লক ডেভলপমেন্ট অফিসে পাঠানো হবে।

Latest articles

Related articles