সিপিআইএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220228_193535

সুরজিৎ দাশ, নদীয়া: গতকাল রাজ্যের ১০৮ টি পৌরসভাসহ নদীয়ার ১০ টি পৌরসভায় ভোট গ্রহন হয়। ভোটের দিন একাধিক জায়গায় বুথ দখলসহ ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন বিরোধীরা। এই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেন বিজেপি সমর্থকরা। এবার ভোটের দিন শান্তিপুরে সিপিআইএম কর্মীর বাড়িতে তান্ডব চালানোর অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।

শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিত্যানন্দ পাড়ায় সিপিআইএম কর্মী বাসুদেব বিশ্বাস এর বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। বাসুদেব বিশ্বাস এর স্ত্রী জানান, ভোট প্রায় শেষের দিকে এমন সময় হঠাৎ পাড়ার কিছু তৃণমূল কর্মী যাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তারাই হঠাৎ এসে বলে,”কাকা এ কাজটা ভালো করলো না”। এরপর লাঠিসোটা দিয়ে ভাঙচুর করে ট্যাপ কল, টিনের দরজা, আয়নার কাঁচ। ভয়ে গ্রিলে তালা দিয়ে, প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই পরিবারের সদস্যরা। যদিও এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসে নি বলেই জানা গেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর