ক্যানিংয়ে ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ক্যানিং: বুধবার সকালে বারুইপুর থানার বেতবেরিয়া রেল কলোনির বাসিন্দা মাছ ব্যবসায়ী ইসমাইল লস্কর একটি চার চাকা গাড়ি কেনার জন্য ট্রেনে উঠেছিলেন বাসন্তী থানার ঢুরি এলাকায় যাবেন বলে। ক্যানিং স্টেশন থেকে কিছুটা দূরে ক্যানিং বাসন্তী হাইরোডের কাছে গিয়ে তাঁর ব্যাগটি দেখেন কাটা অবস্থায় রয়েছে। ব্যাগের ভেতর দেখেন ১ লক্ষ টাকাও খোয়া গেছে।

এই ঘটনায় তিনি ক্যানিং জিআরপি অফিসে অভিযোগ দায়ের করেন।  তার পরেই ঘটনার তদন্ত শুরু করল ক্যানিং জিআরপি। তবে পুলিশ সূত্রে দাবি,  ঘটনাটি ট্রেন না অন্য কোথাও হয়েছে সে ব্যাপারেও তারা খোঁজখবর চালাচ্ছে।

Latest articles

Related articles