নিকাশি নালা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কান্দিতে

জৈদুল সেখ, কান্দি: নিকাশি নালা নিয়ে সমস্যার জেরে প্রতিবেশী গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূ শিউলি বিবি আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধুকে তাঁর বাড়ির ভিতরে প্রতিবেশী কয়েকজন যুবক এসে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায় একটি নিকাশি নালার নিয়ে বিবাদের জেরে।

এই ঘটনার পর আক্রান্ত শিউলী বিবির পরিবার অভিযোগের আঙ্গুল তুলেছে প্রতিবেশী সাগর সেখের, আদর্শময় সেখ ও নিপাই সেখদের বিরুদ্ধে। অভিযুক্ত ৩ জন বর্তমানে পলাতক বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ  তদন্তে নেমে দোষীদের খোঁজ চালাচ্ছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত করছে কান্দি থানার পুলিশ প্রশাসন।

Latest articles

Related articles