অমিতের রাজ্য সম্পর্কে দেওয়া তথ্য অসত্য ও ভুলে ভরা, দাবি সৌগত রায়ের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

adhikari-sixteen_nine

নিউজ ডেস্ক : রাজ্যে নির্বাচনী প্রচারাভিযানে এসে রাজ্য সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ সাংবাদিক বৈঠকে সপ্তাহ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর দুইদিনের রাজ্য সফর কালে রাজ্য সম্পর্কে বিভিন্ন সময় দেওয়া তথ্য গত ভুলসমুহ তুলে ধরেন।

সৌগত রায়ের দেয়া তথ্যগুলো নিম্নরূপ :
–  ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ১ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।
– কেন্দ্রের কাছ থেকে রাজ্য ১৫ হাজার ৭২৩ কোটি টাকা পায়।
আমফান বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে পর্যাপ্ত সাহায্য মেলেনি।
– বিগত ১০ বছরে বাংলার জিডিপি ৫৩ শতাংশ বেড়েছে।
– মাথা পিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে।
– শিল্পখাতে উত্পাদন ৬০ শতাংশ বেড়েছে।
– শিল্প বৃদ্ধির হার ৩.১ শতাংশ।
– শিল্প বৃদ্ধির হারের নিরিখে দেশের মধ্য়ে বাংলার স্থান পঞ্চম।
– পাট শিল্পে এগিয়ে আছে বাংলা। সব মিল খোলা।
– পাট শিল্পকে আরও চাঙ্গা করতে রাজ্য সরকার ৬০ কোটি পাটের ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে। চাল কেনার জন্য এই পাটের ব্যাগ কেনা হবে।
–  পরিষেবা ক্ষেত্রে ৬২ শতাংশ বৃদ্ধি হয়েছে।
– রাজ্যে বিদেশি বিনিয়োগ ২৪ গুণ বেড়েছে।
– ৯০ লক্ষ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছেছে।
– ১১১৮ কিমি গ্রামীণ রাস্তা হয়েছে।
– স্বাস্থ্যসাথীর সুফল পেয়েছে ১.৪ কোটি পরিবার।
– হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ স্থানে।
– নার্সের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ।
– রাজ্যে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে।
– ১০০ শতাংশ বিদ্যালয়ে বিদ্যুত্ পৌঁছেছে।
– রাজ্যে মহিলাদের উপর সংঘটিত অপরাধ কমেছে।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর